Tuesday, May 3, 2016

ক্যানসার জয় করা মোলিনা এ টি কে’র কোচ

আন্তনিও হাবাসের জায়গায় আই এস এলে আতলেতিকো ডি কলকাতার (এ টি কে) হেড কোচ হচ্ছেন হোসে ফ্রান্সিসকো মোলিনা জিমেঞ্জ। মঙ্গলবার এ টি কে’র পক্ষ থেকে নতুন কোচের নাম ঘোষণা হয়েছে। 

স্পেনের প্রাক্তন গোলরক্ষক হিসেবে ঝকঝকে প্রোফাইল মোলিনার। ১৯৯৫-৯৬ মরশুমে আতলেতিকো মাদ্রিদের হয়ে লা লিগা ও কোপা দেল রে জিতেছেন তিনি। তারপর ডেপোর্তিভো লা কোরুনার হয়ে আবার কোপা দেল রে জেতেন তিনি।

র‌্যান্টিদের উজ্জীবিত করলেন চাপে থাকা মরগ্যান

‘না জিততে পারলে সিজন ওভার’ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস রচনা করেছে লেস্টার সিটি এফ সি। যার গর্বে আপ্লুত ইস্ট বেঙ্গল কোচ ট্রেভর জেমস মরগ্যান। বুধবার বারাসত স্টেডিয়ামে লাজংয়ের বিরুদ্ধে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় রাউন্ডে প্রায় নকআউট ম্যাচে খেলতে নামার আগে ‘লেস্টার-মডেল’ দিয়ে র‌্যান্টিদের উজ্জীবিত করলেন লাল-হলুদ কোচ।

মেন্ডি?‌ সিদ্ধান্ত সকালে


সাত দিনে পরপর দু’বার হার! ভাবা যায় না। তাও আবার লাজং এফ সি–র মতো দলের বিরুদ্ধে। তাঁর কোচিংয়ের প্রথম ইনিংসেও বারবার ট্রেভর মর্গানকে ধাক্কা খেতে হয়েছিল লাজংয়ের কাছে। এবার দ্বিতীয় ইনিংসের প্রথম ম্যাচেই হার। ফেড কাপের প্রথম ম্যাচে। সেই ধাক্কা মর্গান বা তাঁর ফুটবলাররা কতটা সামলাতে পেরেছেন, সেটা বোঝা যাবে বুধবার বিকেলে। বারাসতে।

এ টি কের কোচ ফ্রান্সিসকো


অ্যাটলেটিকো দি কলকাতার নতুন কোচ হলেন হোসে ফ্রান্সিসকো মোলিনা জিমিনেজ। আই এস এলের তৃতীয় সংস্করণের জন্য নতুন কোচের নাম জানিয়ে দিলেন এ টি কে কর্তারা। ৪৫ বছর বয়সী প্রাক্তন স্প্যানিশ গোলকিপার হোসে ফ্রান্সিসকো মোলিনা জিমিনেজের সঙ্গে এ টি কে কর্তাদের কথাবার্তা চূড়ান্ত।