Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 20, 2016

বিসিসিআই এর সর্বপ্রথম সিইও রাহুল জহুরি

শ্রী রাহুল জহুরিকে চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সর্ব প্রথমবারের জন্যে নিযুক্ত করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আজ বুধবার, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানানো হয়, শ্রী জহুরি আগামী পয়লা জুন থেকে ওনার দায়িত্বভার বুঝে নিতে চলেছেন।

বোর্ড সভাপতি শ্রী শশাঙ্ক মনোহর বলেন " ওনার মতো অভিজ্ঞ্যতা এবং  জ্ঞানী মানুষের সান্নিদ্ধে বিসিসিআই আরও উন্নতির আর অগ্রগতির পথে এগিয়ে যাবে এই বিশ্বাসই করি। প্রসঙ্গত উল্লেক্ষযোগ্য প্রায় পনের বছরের অধিক সময় জুরে শ্রী জহুরি ডিসকভারি নেটওয়ার্ক, এশিয়া প্যাসিফিক  এর কার্যকরী ভাইস প্রেসিডেন্ট রুপে সফল ভাবে কর্মভার সম্পন্ন করে বোর্ডএর ভার গ্রহণ করতে চলেছেন।

জন্মদিনের সকাল জিমেই কাটালেন শারাপোভা!‌

চুপি, চুপি পেরিয়ে গেল তাঁর জন্মদিনটা। মঙ্গলবার ২৯-‌এ পা দিলেন তিনি। জন্মদিনে তাঁকে নিয়ে অনেকবেশি হইচই হয় অন্য সময়। কিন্তু এবার যেন আবহটাই অন্য। হইচই নেই সে অর্থে। কিন্তু তা বলে জন্মদিনটা একেবারে সাদা-‌মাঠা কেটেছে, এমনটা বলা যাবে না। গত উইকএন্ডে গিয়েছিলেন কোঅ্যাচিলা মিউজিক ফেস্টিভলে। 

পেলে, আলির মতো গ্রেটেস্ট হতে চাই:‌ বোল্ট

কালো স্যুট, সাদা শার্ট, কালো টাই— একজনের পরনে। অন্যজন পরেছেন কালো স্যুট, কালো শার্ট। ‘‌ব্ল্যাক পার্ল’, শব্দটা তখন খাটছিল দু’‌জনের ক্ষেত্রেই। কারা এই দু’‌জন?‌ পেলে আর উসাইন বোল্ট। দু’‌জনে একসঙ্গে হাজির ছিলেন  নিউইয়র্কে ‘‌হাবলো’‌-‌র নতুন শোরুমের উদ্বোধনে। সেখানে ফুটবল সম্রাটের সঙ্গে দেখা করে আপ্লুত বোল্ট।