Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, May 7, 2016

চিটফাণ্ড ইস্যুতে ইস্টবেঙ্গল সচিবকে তলব সিবিআইয়ের | সংবাদ প্রতিদিন

চিটফাণ্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদারকে তলব করল সিবিআই। ক্লাবের স্পনসরশিপ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করতেই তাঁকে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।

দীর্ঘদিন ধরে পদ্মাপারের ক্লাবটির স্পনসর ছিল রোজভ্যালি। গত মরশুম পর্যন্তও ক্লাবের সঙ্গে জড়িয়ে ছিল এই সংস্থার নাম। এর আগে চিটপাণ্ড ইস্যুতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে। এবার ডাক পড়ল কল্যাণ মজুমদারের। জানা গিয়েছে, ক্লাবের বেশ কয়েকটি মেল আইডি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। কিছু মেইল ডিলিটও করে দেওয়া হয়েছিল। সেই সমস্ত মেলের তথ্য পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। এ ব্যাপারেও সচিবকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে অনুমান করা হচ্ছে। চিটফাণ্ড কাণ্ডে আগেই গ্রেফতার হয়েছিলেন রোজভ্যালি কর্তা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। ইস্টবেঙ্গল ক্লাবের স্পনশর হিসেবে রোজভ্যালির ভূমিকা ও আর্থিক লেনদেনের দিকটি খতিয়ে দেখতেই এবার ক্লাব সচিবকে তলব সিবিআইয়ের।

No comments:

Post a Comment