Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, May 12, 2016

রিও অলিম্পিক হলে বিশ্বব্যাপী বিপর্যয়!‌ ।। আজকাল

দিন কয়েক আগে রিভাল্ডোর মুখে শোনা গিয়েছিল সতর্কবার্তা, ‘‌ব্রাজিল দিন দিন কুৎসিত হচ্ছে। এখানে আসবেন না। যাঁরা আসার কথা ভাবছেন, বাড়িতে থাকুন। এখানে এলে বিপদে পড়বেন।’‌ রিভাল্ডোর মুখে এমন হুঁশিয়ারি শুনে নড়চড়ে বসেছিলেন সবাই। তা হলে কি সত্যিই ব্রাজিলে বিপদে?‌ সত্যিই কি অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার মত পরিস্থিতি নেই?‌ অনেকগুলো প্রশ্ন যখন ভাবিয়ে তুলেছে বিশ্বকে, তখন চিকিৎসকরা সে চিন্তা আরও বাড়িয়ে দিলেন। কী বলছেন চিকিৎসকরা?‌
‘‌আগস্টে রিও-‌তে যদি অলিম্পিক অনুষ্ঠিত হয়, বিশ্বব্যাপী বিপর্যয় দেখা দেবে!‌’‌ সে কী!‌ কেন?‌ ডাক্তারদের অনুমান জিকা ভাইরাসের প্রকোপ ভয়ঙ্কর। অলিম্পিকের সময় সারা বিশ্ব থেকে মানুষ ভিড় করবেন রিও-‌তে। মশাবাহিত এই রোগ তখন শুধু ব্রাজিল নয়, ছড়িয়ে পড়বে সারা বিশ্বে!‌ হার্ভাড পাবলিক হেলথ রিভিউয়ে একটি লেখা প্রকাশিত হয়েছে। সেখানেই ডাক্তার আমির অ্যাটর্ন (‌‌ওট্টাওয়া ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ মেডিসিন)‌‌ লিখেছেন, ‘‌জিকা ভাইরাসের প্রভাব মারাত্মক। কিছুদিন আগে বিজ্ঞানীরা যা বলেছিলেন, তার থেকে অনেক বেশি জিকা ভাইরাসের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ব্রাজিলে।’‌ উল্লেখ্য, গত জানুয়ারিতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি রিও-‌তে গেলে ক্ষতির আশঙ্কা নেই বলে ঘোষণা করেছিল। ফ্রেবরুয়ারিতে আয়োজকদেরই একজন জানিয়েছেন, ‘জিকা ভাইরাসের বিরুদ্ধে আমরা লড়ছি। আশা করি, এই লড়াইটা আমরা জিতব। গেমসে কোনও প্রভাব পড়বে না।’‌ কিন্তু এখন দেখা যাচ্ছে আদৌ তা নয়। পরিস্থিতি আরও খারাপ। রিও-‌তেই সবচেয়ে বেশি প্রকোপ দেখা যাচ্ছে জিকা ভাইরাসের। এখন পর্যন্ত জিকা সংক্রান্ত কেস নথিভুক্ত হয়েছে রিও-‌তেই ২৬ হাজার!‌ ব্রাজিলের অন্য শহরের থেকে যা অনেকবেশি। এরপরও আয়োজকরা দাবি রাখছেন, যেহেতু ততদিনে শীতকাল চলে আসবে ব্রাজিলে, তাই মশাবাহিত এই রোগ ছড়িয়ে পড়ার সম্ভবনা তেমন নেই। কিন্তু ডাক্তার আমির জানিয়েছেন, ‘নিশ্চয়তা নেই, আগস্ট মাসে এই রোগ ছড়িয়ে পড়বে না। এই মুহূর্তে ব্রাজিল জুড়েই ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। তার মানে মশাবাহিত রোগ কমাতে ব্রাজিল ব্যর্থ। সবচেয়ে মুশকিল হল, এই ভাইরাসের প্রভাব কতখানি ভয়ঙ্কর হতে পারে, তা নিয়ে এখনও পুরোপুরি বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তাই ঝুঁকি আরও বেশি। শুধু অন্তঃসত্ত্বা মহিলাদের মধ্যে নয়, বড়দের নার্ভেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।’ তাই ডাক্তাররা চাইছেন অলিম্পিক আপাতত রিও-‌তে বন্ধ রাখা হোক না হয় সময় পিছিয়ে দেওয়া হোক। কিন্তু আয়োজকরা মানবেন তো?‌ ‌‌

No comments:

Post a Comment