Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, May 14, 2016

প্রধানমন্ত্রীকে চিঠি সুশীলের । আজকাল

জল্পনা ছিলই। এবার সত্যি–‌সত্যিই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ফেললেন সুশীল কুমার। ২০০৮ বেজিং এবং ২০১২ লন্ডন অলিম্পিকে পদক জয় করে ভারতীয় ক্রীড়ার ইতিহাসে হরিয়ানার এই কুস্তিগির নিজেই হয়ে পড়েন ইতিহাস। ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিকের আসর থেকে দু-‌দুটো পদক জয়ের নজির সুশীলের মতো অন্য কোনও ভারতীয় ক্রীড়াবিদের নেই।
আসন্ন রিও গেমসে সুশীল ভারতীয় স্কোয়াডে থাকছেন না, এটা জানার পর সব মহলেই আলোচনা শুরু হয়ে গেছে। ৭৪ কিলোগ্রাম বিভাগে বেশ কয়েক বছর ধরে নরসিং যাদব দেশের সেরা কুস্তিগির। সুশীল গত দুই অলিম্পিকে যে বিভাগে নেমেছিলেন, সেই ৬৬ কিলোগ্রাম রিও আসরে থাকছেই না। ফলে, ওজন বাড়িয়ে সুশীল নামতে চেয়েছিলেন ব্রাজিলের ম্যাটে। যদিও ভারতীয় কুস্তি ফেডারেশন সাফ জানিয়ে দিয়েছে, নরসিংকে বঞ্চিত করে তা করা সম্ভব নয়। অভিমানী সুশীল বলেছিলেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীর গোচরেও ব্যাপারটা নিয়ে আসবেন। যেমন বলা তেমনই কাজ!‌ শোনা যাচ্ছে, শুধুই নরেন্দ্র মোদির কাছে নয়, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছেও সুশীল একটি চিঠি পাঠিয়েছেন। যার মূল বক্তব্য, চূড়ান্ত দল ঘোষণার আগে নরসিংয়ের সঙ্গে একটি ‘‌ট্রায়াল’‌ বাউটের আয়োজন। এরই মধ্যে ফেডারেশন জানিয়েছে, এমন কোনও ‘‌ট্রায়াল’‌ বাউটের আয়োজন আদৌ করা হবে কী না, সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত তারা একা নিতে রাজি নয়। সরকারকেও এ ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।

No comments:

Post a Comment