Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 16, 2016

মোহনবাগান ফুটছে | গণশক্তি


মোহনবাগান ফুটছে। ২১শে মে ফেড কাপের ফাইনাল। তার আগে দু’দিনের প্রস্তুতি শেষেই গুয়াহাটির উদেশ্যে রওনা দেবে দল। সবুজ মেরুন দলের সামনে অচেনা-অজানা আইজল এফ সি। অচেনা কথায় আপত্তি রয়েছে মোহনবাগান কোচের। সঞ্জয় সেন সোমবার জানালেন, আইজল ভালো দল, আমাদেরও আটকে দিয়েছে, আবার বেঙ্গালুরুর মতো দলকে আটকেছে। তাই আমাদের কাছে কঠিন পরীক্ষা।


মনে হবে মঙ্গলবারই ফেড কাপের ফাইনাল খেলতে নামছে সবুজ মেরুন ব্রিগেড। কোচ সঞ্জয় সেন এমনিতেই চাঙ্গা থাকেন সবসময়। কথাতেও ধরা পড়ে সেই তেজ। বলছিলেন, আমাদের জিততে হবে। আই লিগ আমরা পাইনি, ফেড কাপ না জিততে পারলে ফুটবলারদের জন্য ভালো হবে না। তাই ছেলেদের দু’দিনের প্রস্তুতিতে জানিয়ে দিতে চাই তাদের কী কাজ হবে মাঠে নেমে। আইজল এফ সি-র দৌড়কে ভয় নয়, সমীহ করছে মোহনবাগান। কোচ বলে দিয়েছেন, ওরা পাহাড়ি দল, উঠে-নেমে খেলে থাকে। তাই আমাদের কৌশল বদলে খেলতে হবে। কী হবে কৌশল, সেটি অবশ্য ভাঙছেন না সবুজ মেরুন দলের হেডস্যার।



সোনি নর্ডি ও জেজে জটি ভালোই দৌড়চ্ছেন। প্রতি ম্যাচে গোলের মুখ খুলছেন নর্ডি, আর আসল কাজ সারছেন জেজে। কোচ অবশ্য বলে দিয়েছেন, ফাইনাল সবসময় আলাদা হয়ে থাকে, বাকি ম্যাচের সঙ্গে মেলে না। সকলকে ঝাঁপাতে হবে ম্যাচটির জন্য। দলের সহকারী কোচ শংকরলাল চক্রবর্তী অবশ্য সারসত্যটি বলছেন, আইজল এফ সি এই ম্যাচে হারানোর কিছুই নেই। তারা মরিয়া হয়ে লড়বে। আমাদের সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ আইজল এফ সি আই লিগ থেকে নেমে গিয়েছে। ওদের কাছে ফেড কাপ জেতা মানে বিরাট ব্যাপার হবে। তাই ওরা গুয়াহাটির মাঠে আপ্রাণ চেষ্টা করবে। পাশাপাশি আইজল এফ সি-র কোচ জহর দাসের বক্তব্য টেনে ধরে শংকরলাল বলেন, অভিজ্ঞ কোচ, আমাদের খেলার ধরন জানেন। বড় দলকে আটকে দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, সেই কারণে বলতে পারি আমাদের জিততে গেলে সেরা ছন্দে থাকতে হবে। কোনওভাবেই আত্মতুষ্ট হলে চলবে না।

No comments:

Post a Comment