Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 16, 2016

বিশ্বকাপের আগে বার্সা-রিয়ালের বিরুদ্ধে খেলবে ভারতের খুদেরা | এবেলা

গোয়ায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার মাঠে অনূর্ধ্ব-১৬ ভারতীয় দলের প্রস্ততিতে ব্যস্ত জাতীয় কোচ নিকোলাই অ্যাডাম।
প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে বিশ্বের সেরা ক্লাবগুলোর যুব দল কাতারের দোহায় আলকাস কাপে অংশ নেয়। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতির জন্যই আলকাস কাপকে বেছে নিয়েছেন জাতীয় কোচ নিকোলাই অ্যাডাম। চলতি বছরে আলকাস কাপে অবশ্য লা মাসিয়া (বার্সেলোনার অ্যাকাডেমি) অংশ নেয়নি। আর রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠলেও ০-২ গোলে হেরে যায় কাতারের অ্যাসপায়ার অ্যাকাডেমির কাছে। তবে আগামী বছর আলকাস কাপে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে লা মাসিয়া। 

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ নিকোলাই অ্যাডাম বলছিলেন, ‘‘বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি। আলকাস কাপে সেই সুযোগ পাবে আমাদের ছেলেরা।’’ তিনি আরও বলেন, ‘‘যুব ফুটবলে বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট আলকাস কাপ। আর বিশ্বের সেরা অ্যাকাডেমিগুলোকেই আমন্ত্রণ জানানো হয় এখানে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাসকে ধন্যবাদ, ওঁর উদ্যোগেই আমরা এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছি।’’ নিকোলাই জানালেন, আলকাস কাপের আগে জার্মানিতে তিন মাসের প্রস্তুতি শিবির হবে ভারতীয় দলের। বললেন, ‘‘চলতি বছরের শেষেই সম্ভবত আমরা জার্মানি যাব। ইতিমধ্যেই বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার লেভারকুসেন ও শালকে-এর মতো দলগুলি ভারতের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলার ব্যাপারে চূড়ান্ত সম্মতি দিয়েছে।’’ এখানেই শেষ নয়। জার্মানি রওনা হওয়ার আগে ব্রাজিলে ব্রিকস টুর্নামেন্টেও অংশ নেওয়ার কথা ভারতীয় দলের। আয়োজক ব্রাজিল ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও চিন। বিশেষ আমন্ত্রিত হিসেবে খেলতে পারে আর্জেন্তিনা, উরুগুয়ে, চিলে, কলম্বিয়ার মতো ফুটবলে শক্তিশালী দেশগুলো। এই মুহূর্তে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের কোচ ব্যস্ত গোয়ায় পাঁচদেশীয় টুর্নামেন্টে। রবিবার ইউথ কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে ভারত। নিকোলাই বললেন, ‘‘বিশ্বকাপে বিভিন্ন মহাদেশের দল অংশ নিচ্ছে। ব্রিকস কাপে লাতিন আমেরিকার বেশ কয়েকটি শক্তিশালী দেশকে আমরা পাব।’’ 
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য এখনই চূড়ান্ত বেছে নেওয়ার পক্ষপাতী নন নিকোলাই। খোলাখুলিই বললেন, ‘‘বিশ্বকাপের জন্য ফুটবলারদের নাম নথিভুক্ত করার শেষ দিনেই চূড়ান্ত দল ঘোষণা করব। তার আগে আমার দরজা সকলের জন্য খোলা। প্রতিশ্রুতিমান কোনও ফুটবলার আমার চোখে পড়লেই তাকে জাতীয় দলে ডেকে নেব।’’

No comments:

Post a Comment