Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 16, 2016

রাহানে নিজেকে বদলাচ্ছেন না | আজকাল

দিল্লি:‌ টি–২০ ফরম্যাটের পাল্লায় পড়ে অনেক ব্যাটসম্যানই তাঁদের ব্যাটিং দর্শন পাল্টে ফেলেছেন। কিন্তু তিনি সেই রাস্তায় হাঁটতে রাজি নন। বরং পরিষ্কারই জানিয়ে দিয়েছেন, টি–২০–র জন্য তিনি ‘‌কপিবুক স্টাইল’‌ পাল্টাবেন না চটকদারি শট মারতে গিয়ে। তিনি অজিঙ্ক রাহানে। চলতি আই পি এলে এখনও পর্যন্ত তাঁর রান ৪১৯, স্ট্রাইক রেট ১২৭–এরও বেশি।
রাহানে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‌আই পি এলে যেভাবে খেলছি, তাতে আমি সন্তুষ্ট। খুশি। যেভাবে খেলতে স্বচ্ছন্দ বোধ করি, সেভাবেই খেলছি। মনে করি না, অন্য কোনও ব্যাটসম্যানকে নকল করার দরকার আছে।’‌ একটু থেমেই রাহানে জুড়ে দিয়েছেন, ‘‌স্ট্রেট ব্যাটে খেলা, যথাযথ ক্রিকেটীয় শট মারা, তাতেই সাফল্য পাচ্ছি। তাই ব্যাটিং স্টাইলে পরিবর্তনের কোনও দরকার নেই। এটাই আমার মন্ত্র।’‌ নিজের খেলায় উন্নতির জন্য আরও কিছু বিষয় তিনি মেনে চলেন বলে জানিয়েছেন রাহানে। তাঁর কথায়, ‘‌প্রতিদিন ধ্যান করি। যা আমার মনঃসংযোগ বাড়াতে সাহায্য করে। ব্যাটিংয়ের সময় যখন নন–স্ট্রাইকিং এন্ডে থাকি, চেষ্টা করি ঘন ঘন জোরে স্বাস–প্রশ্বাস নেওয়ার। এটাও খুব কাজে দেয়।’‌ তাঁর জীবনে দার্শনিক বেদান্ত স্বামী পার্থসারথির প্রভাবের কথাও জানিয়েছেন রাহানে।‌

No comments:

Post a Comment