Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 16, 2016

এবার ভারত সফরের প্রস্তুতি ওঃ ইন্ডিজের । আজকাল

বার্বাডোজ:‌ শুধু টি ২০ নয়, টেস্টেও আবার নিজেদের চেনাতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ। তাই ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রস্তুতিতে মন দিলেন ব্রেথওয়েটরা। ১৪ জনের একটা দল আগামী এক সপ্তাহ স্পিন বোলিং এবং ব্যাটিং অনুশীলন করবে। এই দলে ওয়েস্ট ইন্ডিজের ৭ জন টেস্ট ক্রিকেটার রয়েছেন।
বার্বাডোজের হাইপারপরমেন্স সেন্টারে জাতীয় দলের কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে এই শিবির চলবে। ভারতের বিরুদ্ধে জুলাই–‌আগস্টে নিজেদের মাঠে ৪টি টেস্ট এবং সেপ্টেম্বর–‌অক্টোবরে পাকিস্তানের বিরুদ্ধে ৩টি অ্যাওয়ে টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিমন্স বলেছেন, ‘‌ক্যাম্পটা মূলত স্পিনার আর ব্যাটসম্যানদের জন্য। আমাদের এখন একটাই লক্ষ্য, স্পিনারদের বিরুদ্ধে আমাদের ব্যাটসম্যানরা যেন খেলতে পারে। সামনেই আমাদের ভারত আর পাকিস্তানের সঙ্গে খেলা। ফলে আমাদের ভাল ভাল স্পিনারদের সামলাতে হবে। একই সঙ্গে এমন ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করতে হবে, যারা স্পিনটা সব থেকে ভাল খেলে। এই শিবিরে যারা আছে, তারা সবাই যে এই দুটো সিরিজে খেলবে, তা নয়। দল নির্বাচন পরে হবে।’‌‌‌‌

No comments:

Post a Comment